A Latest Crime Report Bengali Newspaper
রবিবার, ১৯ নভেম্বর ২০১৭ ইংরেজি, ৫ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি নির্বাচন দিয়েই গণতান্ত্রিক চর্চা শুরু হবে: সিইসি

1490441793


প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ‘আগামী পাঁচ বছর দেশে নির্বাচনগুলোতে যে গণতান্ত্রিক চর্চা হবে তা সকলের সহায়তা নিয়ে কুমিল্লা সিটি নির্বাচন দিয়েই শুরু হবে। অনেকে কুমিল্লা সিটি নির্বাচনকে চ্যালেঞ্জিং হিসেবে মনে করলেও আমি তা মনে করি না।’
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে প্রভাবশালী ব্যক্তি বলতে কেউ নেই, একমাত্র প্রভাবশালী ব্যক্তি হলেন প্রিজাইডিং অফিসার। কেন্দ্রে দলীয় পরিচয়ে কেউ প্রভাব খাটাতে চাইলে ছাড় দেবেন না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।’
শনিবার সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয় কর্তৃক আয়োজিত কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আমাদের কোন দল বা বর্ণ নেই’ উল্লেখ করে নুরুল হুদা বলেন, ‘তাই এ নির্বাচনে কোন দলীয় পরিচয় বা প্রভাব খাটানোরও কোন সুযোগ নেই। এ নির্বাচনে কোনো ধরণের শৈথিল্য বরদাশত করা হবে না।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, বিজিবি কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার, আনসার-ভিডিপি কুমিল্লার কমান্ডেন্ট শফিকুল আলম প্রমুখ।

 

সিডর/শনিবার, ২৫ মার্চ ২০১৭ ইংরেজি