A Latest Crime Report Bengali Newspaper
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি, ১২ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

কলকাতা হাইকোর্টে বোমাতঙ্ক

calcutta-high-court_bd_pratidin


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা হাইকোর্টে সম্প্রতি বোমাতঙ্ক ছড়ায়। হাইকোর্টের একটি ল্যান্ডলাইন নম্বরে এক বিচারপতির নাম করে উড়ো ফোনটি আসে। এরপরই আতঙ্ক ছড়ায় উচ্চ আদালত চত্বরে।

ফোনের ওপার থেকে বলা হয় ওই বিচারপতির চেম্বার ও হাইকোর্টের কোণায় কোণায় বোমা রাখা আছে। পারলে খুঁজে নিন। না হলে বোমটি যে কোনও সময় ফেটে যাবে।

বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনায় সঙ্গে সঙ্গেই আসে বোম স্কোয়াড ও পুলিশ বাহিনী। আনা হয় পুলিশদের ব্যবহারকারী কুকুরও। তবে বোমার কোনও সন্ধান পাওয়া যায়নি।

 

সিডর/রবিবার, ১৯ মার্চ ২০১৭ ইংরেজি