ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪ ‘সত্যের ঝোড়ো হাওয়া’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন নিউজ পোর্টাল ডেইলি সিডর ডট কম (dailysidor.com)। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পোর্টালটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের মধ্যে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ‘ডেইলিসিডর’-এর মূল লক্ষ্য। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন এবং জীবনধারার পাশাপাশি এই পোর্টালটি অনুসন্ধানী সাংবাদিকতা এবং প্রান্তিক মানুষের অধিকারের কথা বলতে আপসহীন ভূমিকা পালন করবে।
উদ্বোধনী বার্তায় ডেইলিসিডর-এর সম্পাদক [আপনার নাম বা পদবী] বলেন, “বর্তমানে সংবাদমাধ্যমের সংখ্যা অনেক হলেও আস্থার জায়গাটি এখনো প্রশ্নবিদ্ধ। আমরা কেবল সংবাদ পরিবেশন নয়, বরং সংবাদের পেছনের সত্য উন্মোচনে বিশ্বাসী। ‘সিডর’ যেমন সব জঞ্জাল পরিষ্কার করে দেয়, আমাদের পোর্টালটিও সমাজের অনিয়ম আর মিথ্যার দেয়াল ভেঙে সত্যকে সামনে নিয়ে আসবে। আমরা হতে চাই সাধারণ মানুষের কণ্ঠস্বর।”
ডেইলিসিডর ডট কম-এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
অনুসন্ধানী প্রতিবেদন: তথ্যের গভীরে গিয়ে প্রকৃত সত্য বের করে আনা।
সবার আগে সঠিক খবর: দ্রুততার চেয়ে নির্ভুলতাকে বেশি অগ্রাধিকার দেওয়া।
নাগরিক সাংবাদিকতা: সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশেষ বিভাগ।
আধুনিক ইন্টারফেস: পাঠকদের জন্য সহজ ও সাবলীল ওয়েবসাইট ডিজাইন।
নতুন এই সংবাদ মাধ্যমটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। এখন থেকে পাঠকরা সরাসরি www.dailysidor.com ঠিকানায় গিয়ে দেশ-বিদেশের সব তাজা খবর পড়তে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: [আপনার নাম/বিভাগীয় প্রধানের নাম] পিআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ডেইলিসিডর ডট কম ইমেইল: press@dailysidor.com ফোন: +৮৮০-XXXXXXXXXX ওয়েবসাইট: www.dailysidor.com
১. ছবি যুক্ত করুন: প্রেস রিলিজের সাথে আপনার লোগো অথবা উদ্বোধনী অনুষ্ঠানের একটি হাই-কোয়ালিটি ছবি অবশ্যই পাঠাবেন। ২. সময় নির্ধারণ: সাধারণত সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রেস রিলিজ পাঠানো সবচেয়ে ভালো। ৩. ইমেইল সাবজেক্ট: ইমেইলের সাবজেক্টে পরিষ্কার করে লিখুন— “প্রেস রিলিজ: নতুন নিউজ পোর্টাল ডেইলিসিডর-এর যাত্রা শুরু”।