গতকাল রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) আসর। এবারের আসর সঞ্চালনা করেন ডেভিড টেনান্ট। ৭৮তম বাফটায় সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’। শেষ পর্যন্ত পুরস্কারে বাজিমাত করল কোন সিনেমা? জেনে নেওয়া যাক এএফপি, ভ্যারাইটি অবলম্বনে।
সেরা সিনেমা
‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, কে জিতবে পুরস্কার, এটা নিয়ে কৌতূহল ছিল। অনেকে আবার এগিয়ে রেখেছিলেন জ্যাক অঁদিয়ারের বহুল চর্চিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’কে। কিন্তু শেষ পর্যন্ত সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। এডওয়ার্ড বার্গারের সিনেমাটি তৈরি হয়েছে ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের একই নামের উপন্যাস অবলম্বনে।
সূত্রঃ প্রথম আলো