সিডর বিডি, অনলাইন ডেস্কঃ
প্রতিনিধি, ঢাবি
জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তাকারী ও বিভিন্ন অন্যায়ের অনুমোদনকারী কুশীলব আখ্যা দিয়ে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে শ্রদ্ধা না জানাতে বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বান। তাদের আহ্বান উপেক্ষা করে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। এসময় দোয়েল চত্বর এলাকায় ‘গো-ব্যাক’ স্লোগানসহ বিক্ষোভ করেন বিপ্লবী ছাত্র পরিষদসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বৈরাচার হাসিনার সকল অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যাকে বৈধতা দিয়েছেন তিনি।
[caption id="attachment_1763" align="alignleft" width="416"]
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু[/caption]
এবিষয়ে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, চুপ্পুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামী ছাড়া আর কিছুই না। শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই চুপ্পু ২০২৪ সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে, ফ্যাসিস্ট হাসিনার সরকারকে শপথ পড়িয়ে, তার সব অবৈধ, বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল। চুপ্পুর সামনে পদত্যাগ ও বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই গণহত্যার শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র পরিষদ।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান বিচারপ্রতি সৈয়দ রেফাত আহমেদ শ্রদ্ধা জানান। উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। তারপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শ্রদ্ধা নিবেন করেছেন। এরপর তিন বাহিনীর প্রধানগণ পুষ্পস্তবক করে শ্রদ্ধা নিবেন করেছেন।
সূত্রঃ আমার দেশ