শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সুনামগঞ্জে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

সুনামগঞ্জের শাল্লায় পূর্ব ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শ্রীহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খাস জমি দখলসহ আধিপত্য বিস্তার নিয়ে শ্রীহাইল গ্রামের আফজল মিয়ার সঙ্গে জুবায়ের আহমেদ ডালিমের বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষ হয়েছে দুই পক্ষের। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।

দুদিন আগ থেকেই ভাড়াটিয়া লোক এনে বাড়িতে রাখে আফজল গ্রুপ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে ডালিম গ্রুপের ওপর হামলা চালায় তারা। একপর্যায়ে প্রতিপক্ষের ৫০টি বাড়িঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ আমার দেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি