সিডর বিডি, অনলাইন ডেস্কঃ
ময়মনসিংহে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে তাদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পরে তারা জেলা প্রশাসক মুফিদুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করেন এবং অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেআইনি অর্থ আদায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে।
সুত্রঃ আমার দেশ