শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

 

সুত্রঃ কালবেলা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি