সিডর বিডি, অনলাইন ডেস্কঃ
গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়াও নতুন অধ্যাদেশে গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় লজিস্টিক নীতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশে গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।
এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না বলেও জানান তিনি
সূত্রঃ ইত্তেফাক
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আল-আমিন, ফরিদা ইন্টারন্যশনাল মিডিয়ার পক্ষ থেকে অনলাইনে (পরীক্ষামূলক ভাবে) প্রকাশিত।
© সিডর-বিডি-২০২৫, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত