সিডর বিডি, অনলাইন ডেস্কঃ
দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে প্রথম ব্যক্তিকে ১৬ই নভেম্বর গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আমির রশিদ আলি নামে ওই ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা। তিনি ডা. উমর উন নবীর সহযোগী ছিলেন এবং দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার কাছে ১০ই নভেম্বর একটি গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়।
যাদের বিরুদ্ধে ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আল-আমিন, ফরিদা ইন্টারন্যশনাল মিডিয়ার পক্ষ থেকে অনলাইনে (পরীক্ষামূলক ভাবে) প্রকাশিত।
© সিডর-বিডি-২০২৫, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত