সিডর বিডি, অনলাইন ডেস্কঃ
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার একটি সীমান্ত অঞ্চলে প্রায় ১৫০ জন 'বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য' জড়ো হয়েছেন।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশি নাগরিক, যারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাদের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার হার বেড়েছে বলেও বিবিসিকে জানিয়েছেন বিএসএফের এক সিনিয়র কর্মকর্তা।
অন্যদিকে, অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিরা বিপুল সংখ্যায় দেশে ফিরে যাচ্ছেন বলে বেশ কিছু ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে – যার মধ্যে একটি নিশ্চিতভাবে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার একটি নদী ঘাটের ভিডিও বলে জানাচ্ছে ভুয়া খবর যাচাই করার ওয়েবসাইট অল্টনিউজ।