শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

দিন-রাতের তাপমাত্রা কমবে, বাড়বে শীত

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা আজ সামান্য কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে শীত। গতকাল রোববার রাতে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। তবে আবহাওয়া থাকবে শুষ্ক।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি