প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ
সিডর বিডি, অনলাইন ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে এ আন্দোলন শুরু হয়েছে।সরেজমিনে দেখা যায়, শহীদ শরিফ ওসমান হাদির জানজা শেষ করে মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগে আসতে শুরু করে। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে তাকে সমাহিত করা হয়।
তারও আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিত হন।
হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।জানাজা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আল-আমিন, ফরিদা ইন্টারন্যশনাল মিডিয়ার পক্ষ থেকে অনলাইনে (পরীক্ষামূলক ভাবে) প্রকাশিত।
© সিডর-বিডি-২০২৫, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত