শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

জানাজাস্থলে খালেদা জিয়ার লাশবাহী গাড়ি

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

সিডর বিডি, অনলাইন ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়ি বহর জানাজাস্থলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বুধবার দুপুর ২টার দিকে রওয়ানা দেয় এই গাড়ি বহর। মানিক মিয়া এভিনিউ এর যেখানে লাশ রাখা হবে সেই দিকে এগিয়ে যাচ্ছে তার লাল সবুজ গাড়ি।

এর মধ্যে প্রধান উপদেস্টাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। একই সাথে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে গুলশানে নিজের বাসা থেকে মানিক মিয়া এভিনিউ এর উদ্দেশে গাড়িবহন নিয়ে রওনা হন।

এর আগে এদিন সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।

মানিক মিয়া এভিনিউ জনসমুদ্রে পরিণত হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফটো গ্যালারি